Feeds:
মন্তব্য

আশা করি ভালো আছেন সবাই।


  • Windows Logo+BREAK     -কম্পিউটারের সিস্টেম প্রোপার্টিজ দেখতে।

 

  • Windows Logo+D                -যে কোন কাজ ই করুন না কেন ঠিক ঐ মূহুর্তে ডেস্কটপ দেখতে।

(অনেক সময় দেখা যায় কোন সফটওয়্যার ইন্সটল দিচ্ছেন তখন তা হ্যাং ও করতে পারে কিংবা একি সময়ে আপনি চাচ্ছেন অন্য কাজ করতে সেক্ষেত্রে ঐ সফটওয়্যার এর মিনিমাইজ অপশন থাকুক বা না থাকুক এই অর্ডার দিয়ে আপনি সহজেই তা করতে পারেন।)

windows shortcuts

  • Windows Logo+M               -সবগুলো উইন্ডো একসাথে মিনিমাইজ করতে

 

  • Windows Logo+SHIFT+M -সবগুলো উইন্ডো একসাথে ওপেন্ করতে

 

  • Windows Logo+E                  -সরাসরি মাই কম্পিউটারে যেতে।

 

  • Windows Logo+F                 -কোন কিছু সার্চ করতে।

 

  • CTRL+Windows Logo+F   -কম্পিউটারে সার্চ করতে।

 

  • Windows Logo+F1               -উইন্ডোজ হেল্প মেনু দেখতে

 

  • Windows Logo+ L                 -উইন্ডোজ কে লক করতে।

 

  • Windows Logo+R                  -রান ডায়ালগ বক্স খুলতে

 

  • WIndows loge+T                   – টাস্কবার এ যেতে।

 

  • CTRL+C                            –কপি করতে এটি ব্যবহার করুন 
  • CTRL+v                            – কপি করা আইটেম পেস্ট করুন এটী দিয়ে। 
  • CTRL+X                            –কোন্ ফাইল বা ফোল্ডার বা অন্য কিছু কাট করে নিতে
  • CTRL+Z                            –কোণ একটি কাজ করে ফেলার পর যদি পরপরই পূর্বের অবস্থায় যেতে চান       তাহলে এই অর্ডার টী দিন। এটি উইন্ডোজ এর পাশাপাশি যে কোন রাইটেবল সফটওয়্যার এর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন, পেইন্ট, পটোশপ ইত্যাদি। 
  • DELETE                             -কিছু ডিলেট করতে
  • SHIFT+DELETE             –এই অর্ডারটী দিলে কোন ফাইল বা ফোল্ডার পারমানেন্টলি ডীলেট হয়ে যাবে। 
  • CTRL+A                            –একটা ফোল্ডার এর অধীনে বা একটা উইন্ডোতে অবস্থিত সবকিছু একসাথে সিলেক্ট করতে এটি ব্যবহার করুন। 
  • F3 key                               –কোন কিছু সার্চ করতে
  • ALT+ENTER                  –কোন ফাইলের প্রোপার্টিজ দেখতে। ফাইল্টির উপর এক ক্লিক করে দেন এই অর্ডার টী দিন।
  • ALT+F4                           –বর্তমান একটীভ উইন্ডো বন্ধ করতে এই অর্ডারটী দিন। 

 

  • ALT+SPACEBAR         –বর্তমান একটীভ উইন্ডো এর জন্য শর্টকাট পাওয়ার জন্য 
  • CTRL+F4                       –উইন্ডোজ এর এড্রেস বার এ কিছু লিখতে
  • ALT+TAB                      – অনেক গুলো ওপেন উইন্ডো এর মধ্যে সুইচ করতে। 
  • ALT+ESC                       –অনেকগুলো উইন্ডো ওপেন থাকলে তাদের মধ্যে পরিবর্তন করতে।
  • F6 key                            –বর্তমান উইন্ডোর উপাদান গুলোর মধ্যে যেতে 
  • F4 key                            –মাই কম্পিউটারের এড্রেসবার লিস্ট দেখতে 
  • CTRL+TAB                        –ব্রাউজারের ওপেনকৃত ট্যাব গুলোর মধ্যে একের পর এক যেতে 
  • CTRL+SHIFT+TAB       –ব্রাউজারের ওপেনকৃত ট্যাব গুলোর মধ্যে পেছন দিকে যেতে 
  • TAB                                     –উইন্ডোর অপশন গুলোর মধ্যে একের পর এক যেতে 
  • SHIFT+TAB                     –উইন্ডোর অপশন গুলোর মধ্যে একের পর এক পেছন দিকে যেতে 

আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী পোস্ট এ আরো দারুন কিছু শর্টকাটস নিয়ে হাজির হব… মিস করবেন না যেন…।  ভালো থাকবেন সবাই।।